অলিম্পিক উদ্বোধনের আগেই ফ্রান্সে দ্রুতগতির রেল পথে হামলা,ব্যাহত ট্রেন চলাচল
Before the opening of the Olympics, attacks on the high-speed railway in France disrupted the movement of trains

The Truth Of Bengal: প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে দ্রুতগতির রেল ব্যবস্থার উপর হামলা সহ আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে।
রাতের অন্ধকারে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের। হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ঘুর পথে চালাতে হবে ট্রেন। তবে এগুলোর মধ্যে বেশির ভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে।
দক্ষিণ পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া গেছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ। রেল স্টেশনে ও আশেপাশের অঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন বলে জানিয়েছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী প্যাত্রিশ ভারগারিত। প্যারিস অলিম্পিকের কয়েক ঘন্টা আগে এ ধরনের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।