কুয়াশায় ঢেকেছে বাংলাদেশ, শৈত্যপ্রবাহের জেরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
Bangladesh is covered in fog

The Truth of Bengal: তীব্র ঠাণ্ডার কারণে বাংলাদেশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। ঘন কুয়াশাছন্ন বাংলাদেশ। হাড় কাঁপানো শীতে সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। কুয়াশার দাপটে সূর্যের দেখা নেই বেশ কয়েকদিন ধরেই। কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল থেকে শুরু করে বিমান পরিষেবা। কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে ট্রেন চলাচলের ক্ষেত্রেও সময় সীমার সমস্যা দেখা দিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন আবহাওার কোন পরিবর্তন হবেনা। সামনেই বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র শীতের জেরে যে সব জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম সেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়েছে বাংলাদেশ সরকারের শিক্ষা দফতর। প্রাথমিক স্কুল গুলিও বন্ধের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই বাংলাদেশের একাধিক জেলায় শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। চলতি মরশুমেই সামনে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে বাংলাদেশে। হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।