উত্তাল বাংলাদেশ! তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেল অবরোধ শিক্ষার্থীদের
Bangladesh in turmoil! Students block railways to demand that Titumir College be made a university

Truth of Bengal: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন থামছে না। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে মুহাম্মদ ইউনূসের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁদের দাবি এই মুহূর্তে মানা সম্ভব নয়।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের দেওয়া সময়সীমার মধ্যে এই দাবি পূরণ করা সম্ভব নয়।” এই ঘোষণার পরই আন্দোলন আরও তীব্র হয়। সোমবার বিকেলে ঢাকার মহাখালী এলাকায় রেল অবরোধ করেন শিক্ষার্থীরা।
উত্তাল বাংলাদেশ! তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেল অবরোধ শিক্ষার্থীদের pic.twitter.com/qbbAYTdB7y
— TOB DIGITAL (@DigitalTob) February 4, 2025
এর আগে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনশন শুরু করেন। আগেও তাঁরা রাস্তায় এবং রেললাইন অবরোধ করেছিলেন।
রবিবার বিকালে শিক্ষা উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয় গঠনের মতো সিদ্ধান্ত সময় বেঁধে নিয়ে চাপানো যাবে না।” এর প্রতিবাদে শিক্ষার্থীরা সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। সোমবার তাঁরা আরও বড় আকারে বিক্ষোভ করেন এবং রেল চলাচল বন্ধ করে দেন।
রেল অবরোধের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা এর জন্য সরকারকেই দায়ী করছেন। তিতুমীর কলেজের এক শিক্ষার্থী আলি আহম্মদ বলেন, “আমাদের একটাই দাবি—এই কলেজকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় করতে হবে। শিক্ষা উপদেষ্টাকে এসে ঘোষণা দিতে হবে।”
অন্যদিকে, সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, “পড়ুয়াদের দাবি মানতে হলে সময় লাগবে, তাঁদের ধৈর্য ধরতে হবে।” তবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, “যতদিন দাবি পূরণ না হবে, আন্দোলন চলবে।”