রেল সেতুতে ধাক্কা লেগে রূপসায় সার বোঝাই কার্গোডুবি
Fertilizer cargo sinks after colliding with railway bridge

The Truth of Bengal: খুলনার রূপসা রেল সেতুতে ধাক্কা লেগে রূপসা নদীতে ডুবলো একটি সার বোঝাই লাইটার। ডুবে যাওয়া এই স্থান থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে বিরল প্রজাতির ডলফিনের অভয়ারণ্য। রবিবার যশোরের নোয়াপাড়া নদী বন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।
খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই কার্গোটি ডুবে যায়। ঘটনার পর দুইজন নিখোঁজ হয়ে পড়ে বলে জানাগিয়েছে। নিখোঁজ দুইজন হলেন জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। দুর্ঘটনার পর ঘটনাস্থালে তল্লাশি অভিযান শুরু করেছে নৌ পুলিশ, রূপসা থানার পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি দল।
নদীতে জোয়ার থাকায় কার্গোটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি। কার্গোর ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, “ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। জাহাজে ১৩ জন ছিল বলে তিনি জানান। ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত নিখোঁজ হন।