আন্তর্জাতিক

প্রয়াত কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

Babul Kazi is the grandson of late poet Kazi Nazrul Islam

Truth Of Bengal: শেষ রক্ষা হল না। চিকিৎসা চলাকালীন প্রয়াত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৯ বছর। অকলপ্রয়াণে শোকের ছায়া পরিবারে।

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটা নাগাদ বাড়িতে গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন কাজী বাবুল। সকাল পৌনে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাবুল কাজীর চিকিৎসায় ১৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতেই বাবুল কাজীকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়। বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

বাবুল কাজীর বোন  খিলখিল কাজী জানান, ”বাবুল কাজীর মৃতদেহ বার্ন ইনস্টিটিউট থেকে রবিবার রাতেই গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে বাবুল কাজীর বনানীর বাড়িতে। সোমবার দাফন করা হবে বাবুল কাজীকে।”