গাজায় অব্যাহত স্কুলে হামলা, হামসের সুড়ঙ্গ ধ্বংসে নয়া পন্থা
Attacks on schools continue in Gaza, new approach to destroy tunnels in Hams

The Truth Of Bengal : ইজরায়েল বাহিনী গাজা উপত্যাকায় হামাসদের নির্মূল করার ক্ষেত্রে সব ধরনের পন্থা অবলম্বন করেছে। স্থলপথে বোমা হামলা, শরণার্থী শিবির উড়িয়ে দেওয়া, গাজার হাসপাতালে হামলা চালানোর পর এবার গাজা ভূখণ্ডের দুটি পৃথক স্কুলে হামলা চালায় ইজরায়েল । হামলার জেরে মৃত্যু হয়েছে ৫০ জনের। আহত হয়েছে বহু সংখ্যক মানুষ। ওই স্কুল গুলিতে আশ্রয় নিয়েছিলেন গাজার বাস্তুচ্যুত হওয়া ব্যাক্তিরা।
স্কুল হামলার পাশাপাশি হামাসকে জব্দ করতে গাজা উপত্যাকায় থাকা সমস্ত সুড়ঙ্গে সমুদ্রের জল ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা ইজরায়েলের। ইতিমধ্যেই সুড়ঙ্গ ধ্বংসের ক্ষেত্রে বড় বড় পাম্প জড় করেছে ইজরায়েল। আল শাতি শরণার্থী শিবির থেকে কিছুটা দূরে উত্তরে বড় বড় পাঁচটি পাম্প বসিয়েছে তারা। এই পাম্প দিয়ে মাত্র কয়েক ঘণ্টায় কয়েক হাজার কিউসেক জল বের করা সম্ভব হয়। এই পাম্পের সাহায্যে কয়েক সপ্তাহের মধ্যেই হামাসের সমস্ত সুড়ঙ্গ ধ্বংস করা হবে বলে অনুমান ইজরায়েলের।
ইজরায়েল বাহিনী শুরু থেকেই সন্দেহ ছিল গাজা উপত্যাকার মধ্যে থাকা গোপন সুড়ঙ্গ থেকে হামলা চালাচ্ছে হামাস। সেই কারণে স্থলপথে গাজায় প্রবেশ করা মাত্রই সেই গোপন ডেরা খুঁজে বের করে সেই গুলি ধ্বংস করতে চেয়েছে ইজরায়েল। কিন্তু সেক্ষেত্রে গাজা উপত্যাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত গোপন সুড়ঙ্গ খুঁজে পেতে অপারগ ইজরায়েল বাহিনী। তাই এই নয়া কৌশল ইজরায়েলের।
FREE ACCESS