আন্তর্জাতিক

চট্টগ্রামে বৈশাখী অনুষ্ঠানের মঞ্চে হামলা, আটক প্রায় ১০

Attack on Baishakhi festival in Chattogram, 10 detained

Truth of Bengal: বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপনের রীতিতে বদল এসেছে। মহম্মদ ইউনুসের ‘নতুন বাংলাদেশ’-এ বদলে দেওয়া হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম। এর মধ্যেই চট্টগ্রামে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা।

চট্টগ্রামের ডিসি হিল এলাকায় পয়লা বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ’। কিন্তু রবিবার রাতে সেই অনুষ্ঠানের মূল মঞ্চে হামলা চালায় একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০-৪০ জনের একটি দল মিছিল করে সেখানে আসে এবং “ফ্যাসিস্টদের দোসর হুঁশিয়ার!” ও “আওয়ামী লীগের দালালরা সাবধান!” – এই ধরনের স্লোগান দিতে দিতে মঞ্চে চড়াও হয়। অভিযোগ, হামলাকারীরা মঞ্চের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, “হামলাকারীরা মঞ্চের আশেপাশে কিছু ব্যানার-ফেস্টুন নষ্ট করে। আমরা ৭ জনকে আটক করেছি এবং তাদের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে।”

আয়োজক কমিটির সমন্বয়ক সুচরিত দাশ খোকন বলেন, “আমরা দুই দিন ধরেই নানা প্রতিবন্ধকতা ও নাটকীয়তার মুখে পড়েছিলাম। অবশেষে পুলিশি উপস্থিতিতেই মঞ্চ ভাঙচুর হয়েছে। এর প্রতিবাদে আমরা এবারের পয়লা বৈশাখের সব কর্মসূচি বাতিল করেছি।”

জানা গেছে, হামলার ঘটনায় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নাম উঠে এসেছে। ঘটনার প্রতিবাদে আয়োজকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ও স্মারকলিপি দিয়েছেন। পয়লা বৈশাখের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে এমন সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

Related Articles