আন্তর্জাতিক

মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল সরকারি ছুটি

April 17 is a public holiday in Mujibnagar Upazila

The Truth Of Bengal :  ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন। সেই উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়ে‌ছে। সেই জন্য ওই উপজেলার সব ব্যাংকের শাখা ওইদিন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

সোমবার সেই সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা ১৭ এপ্রিল বন্ধ থাকবে। মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাক‌লেও দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে বলে জানান হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। সেদিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।