আন্তর্জাতিক

বাংলাদেশে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫০ টি দোকান

Another terrible fire in Bangladesh, 50 shops were burnt to ashes

Truth Of Bengal: বাংলাদেশে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল মাঝরাতে কুমিল্লার বাজারে আগুন লাগে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। ৫০ টিরও বেশি দোকান ভস্মিভূত হয়ে যায়।

জানা যায়, কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে বহু দোকান রয়েছে। দমকলের তরফে জানানো হয়, মিষ্টির দোকানের স্টোভ থেকে আগুন ছড়ায়। দ্রুত আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাজারের একের পর এক দোকান। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টা পর রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সরকারের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এতে একজনের মৃত্যু ও ২-৩ জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ছাড়াও সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে মোতায়েন ছিল।

এই ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নথি রক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার সাত সদস্যের এক কমিটি গঠন করা হয়।

তবে, কুমিল্লার ঘটনায় উদ্বেগ বাড়ছে। নিজেদের সর্বস্ব হারিয়ে মাথায় হাত দোকানদারদের।

Related Articles