আন্তর্জাতিক

ফের বিমান দুর্ঘটনা, কানাডায় অবতরণের সময় বিমানে লাগল আগুন

Another plane crash, the plane caught fire while landing in Canada

Truth Of Bengal: একের পর এক বিমান দুর্ঘটনা। যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার কানাডার হ্যালিফ্যাক্স বিমানবন্দরে ঘটল বিমান দুর্ঘটনা। অবতরণের সময় বিমানের একটি অংশে আগুন লেগে যায় বলে খবর। হতাহতের খবর না মিললেও আতঙ্কে রয়েছেন ক্রু সদস্য-সহ যাত্রীরা। দক্ষিণ কোরিয়ান মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে এই ঘটনা।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, অবতরণের সময় পিছলে যায় বিমানটি। বিমানের একটি অংশে আগুন লাগে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।

 

ঘটনার পরেই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হ্যালিফ্যাক্স উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই ঘটে যায় বিপত্তি। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

রবিবারই, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে বিমানটি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জন বাদে বিমানে থাকা সকলেই নিহত। সে ঘটনার কয়েক ঘন্টার ব্যবধান কানাডায় দুর্ঘটনার কবলে বিমান।

প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবে যখন মেতে উঠেছে দেশবাসী, এমন সময় খবর মেলে, আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে হয়েছে খবর।

Related Articles