আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, এফবিআই-এর দায়িত্বে কাশ্যপ পটেল

Another Indian-origin person in Trump administration, Kashyap Patel in charge of FBI

Truth Of Bengal : ফের ভারতীয় বংশোদ্ভূতের উপরই ভরসা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই বাঙালির গর্বের এক সন্তানকে আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনআইএইচইয়ের নেতৃত্ব হিসাবে বেছে নিয়েছিলেন। এবার অপর এক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিলেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট। নাম কাশ্যপ প্রমোদ পটেল। জানা যাচ্ছে, তিনি আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রধানের দায়িত্বে থাকছেন।

জানা গিয়েছে, আদতে গুজরাটি পরিবারে জন্ম নেওয়া কাশ্যপ পটেল আসলে ট্রাম্প ঘনিষ্ঠ। আমেরিকায় জন্ম নেওয়া ৪৪ বছরের কাশ্যপ ‘কাশ’ প্যাটেল বলেই পরিচিত। ট্রাম্পের প্রথম কার্যকালের প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অব স্টাফ, ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিয়োরিটি কাউন্সিলের সন্ত্রাসদমন দফতরের সিনিয়র ডিরেক্টরের দায়িত্ব সামলেছিলেন। সেইসময় ওই সকল পদে কাশ্যপ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্বগুলি সামলেছিলেন। ফলে সেই কারণেই কাশ্যপের উপরই আস্থা রাখলেন ট্রাম্প। সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, কাশ দুর্দান্ত এবং প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী আধিকারিক। এক জন যোদ্ধা। দুর্নীতি ফাঁস, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকার মানুষের স্বার্থে তিনি লড়াই করেছেন।

শোনা যাচ্ছে, ট্রাম্প বরাবরই গোয়েন্দা ব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছিলেন। তাই দ্বিতীয়বার ক্ষমতায় এসে সব কিছুকে নতুন করে সাজিয়ে তুলতে চাইছেন।

কিন্তু কেন এই গুজরাটি সন্তানকেই বাছলেন তিনি? কে এই কাশ্যপ পটেল? আমেরিকার প্রশাসনিক মহলে তিনি ‘কাশ’ নামে খ্যাত। তিনি ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন। আইন নিয়ে রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক পাশ করেন কাশ্যপ। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর ফ্যাকাল্টি অব ল থেকে আন্তর্জাতিক আইনেরও ডিগ্রি রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধিকর্তা হিসাবে নিয়োগ করা হয় কাশ্যপকে। তবে এবার অনেক বড় দায়িত্বের অধিকারী হতে চলেছেন কাশ্যপ পটেল।

Related Articles