আন্তর্জাতিক

তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা,বাতিল ২ হাজারের বেশি  বিমান

America snow storm

The Truth of Bengal: চলতি বছরের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় শুরু হয়েছে তীব্র তুষার ঝড়। যার কারণে বন্ধ রাখা হয়েছে প্রায় ২ হাজারেরও বেশি বিমান পরিষেবা। অনেক বিমান দেরিতেও ছাড়ছে। বাতিল হওয়া বিমানের মধ্যে প্রায় ৪০ শতাংশ শিকাগোর বিমানবন্দরের। ৬০ শতাংশ বিমান হল কলরাডোর রাজধানী ডেনভার ও উইসকনসিনের মিলওয়াউকি শহরের। চলতি সপ্তাহের তুষার ঝড় বেশি শক্তিশালী ।

বরফের বৃষ্টি পড়ার পাশাপাশি তীব্র ঝড়ে বিপর্যস্ত আমেরিকার একাধিক অঞ্চলের সাধারণ মানুষ। কিছু দিন আগেই তীব্র তুষার ঝড়ের কবলে আমেরিকার প্রায় ১২ টি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় ভুগছেন ৮ লক্ষ মানুষ। কোথাও কোথাও আবার পানীয় জল কল থেকে পরার আগেই তা বরফে পরিণত হচ্ছে ফলে পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে একাধিক অঞ্চলের বাসিন্দাদের মধ্যে।

ইতিমধ্যেই আগামী কয়েক দিনের জন্য আমেরিকার প্রায় সর্বত্র ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস এই বিষয়ে জানিয়েছে আমেরিকার আইওয়াতে পারদ মাইনাস ৪২ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রতি ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝোড় হাওয়া বৈতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles