শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, এবারের থিম ”জুলাই গণ অভ্যুত্থান”
Amar Ekushey Book Fair begins, this year's theme is 'July Mass Uprising'

Truth of Bengal: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘অমর একুশে’ বইমেলা ২০২৫ শুরু হচ্ছে। শনিবার এই মেলার সূচনা হওয়ার কথা। মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। এবারের বইমেলার থিম ”জুলাই গণ অভ্যুত্থান।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯ জন বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯ জন সোহরাওয়ার্দী উদ্যানে স্টল দেবেন। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে- একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনের স্টল থাকবে এবারের বইমেলায়।
পুলিশ, র্যাব, আনসার এবং গোয়েন্দা সংস্থার দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হবে। মেলাপ্রাঙ্গন জুড়ে ৩০০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা থাকছে। বিগত বছরের মতো এবারও মেলার মূল মঞ্চ হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, বইয়ের মোড়ক উন্মোচন এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ‘লেখক বলি’ মঞ্চ তৈরি করা হবে।
বিকাল ৪টায় মূল মঞ্চে প্রতিদিনের সেমিনার, সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। একটি বিশেষ “চিলড্রেনস আওয়ার” ৮ এবং ১৫ ফেব্রুয়ারি বাদে শুক্র ও শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।