আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বয়স্কদের খেয়াল রাখছে রোবট Aiden

Robot Aiden

The Truth of Bengal: সিঙ্গাপুরের কুইন্সটাউনে এখন এক নতুন বাসিন্দার আবির্ভাব ঘটেছে। না তিনি কোনো মানুষ নন। সিঙ্গাপুরের কুইন্সল্যান্ডে এখন দেখা মিল অটোনমাস বা স্বয়ংক্রিয় মোবাইল রোবট এডেন (Aiden)-এর। এই স্বয়ংক্রিয় মোবাইল রোবট এডেন এমন ভাবেই তৈরি করা হয়েছে যে তা এলাকায় বসবাসকারী বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে পারে। বয়স্কদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, দরকারি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজ অনায়াসে করতে পারে এই এডেন নামক রোবটটি।

এমনকি বাড়ির থেকে জামাকাপড় নিয়ে গিয়ে লন্ড্রিতে দেওয়া ও লন্ড্রি থেকে কাচা জামাকাপড় বয়স্কদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এই রোবট। এডেন রোবটের পুরো নাম হল Autonomous Intelligence for Delivery and Engagement। সিঙ্গাপুরের কুইন্সল্যান্ডের ব্লক ১৫১ মেই লিং স্ট্রিটে রয়েছে রোবটটি। আপাতত ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে থাকবে এডেন রোবটটি। সরু রাস্তা হোক কিংবা লিফট বেয়ে বহুতলের ওপর তলায় যাওয়া-আসা করা। রোবটটি অনায়াসে সব কিছুই করে। এলাকার ৬৭ থেকে ৮২ বছর বয়সি বয়স্কদের বাড়িতে ২ বেলা খাবার পৌঁছে দেয়।

বয়স্কদের বড়ো ভরসাস্থল হয়ে উঠেছে এডেন নামক রোবটটি। গোটা বিশ্বেই ক্রমশ বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পরিসংখ্যান অনুযায়ী ২০৫০ সালের মধ্যে গোটা বিশ্বে বয়স্ক মানুষের সংখ্যা পৌঁছে যাবে ২ বিলিয়ন বা ২০০ কোটিতে। এই পরিস্থিতিতে বয়স্কদের ক্ষেত্রে বড়ো ভরসাস্থল হয়ে উঠছে এডেনের মতো পরিষেবা প্রদানকারী রোবটরাই।

Related Articles