আন্তর্জাতিক

বিদ্যুৎ বিভ্রাটের পর এবার নেটওয়ার্ক! স্পেন জুড়ে ব্যাহত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা

After the power outage, now the network! Internet and mobile services disrupted across Spain.

Truth of Bengal: বেশ কিছু সপ্তাহ আগে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছিল স্পেন। ট্রাফিক সিগন্যাল মাদ্রিদে কাজ করা বন্ধ করা দেয়। যানজটের কবলে পড়ে মানুষের চলাচল স্থব্ধ হয়ে যায়। একাধিক বিমান বাতিল হয়। এবার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছে স্পেন। গ্রাহকেরা পরছে না ফোন করতে, টেক্সটও করতে পারছে না।

মোবাইলের ইন্টারনেট পরিষেবাও পুরোপুরি বন্ধ। এক সংবাদমাধ্যম সূত্রএ খবর, টেলিকম সংস্থা টেলিফোনিকার সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি সমস্যায় পড়েছে। তালিকায় রয়েছে, অরেঞ্জ, ভোডাফোন, সহ আরো অনেক পরিষেবাই। মঙ্গলবার ভোর থেকে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাগুলি হঠাৎই বন্ধ হয়ে যায়।

কিন্তু কেন স্পেনের মানুষদের সমস্যায় পড়তে হয়েছে?

জানা যাচ্ছে, টেলিফোনিকার নেটওয়ার্ক আপগ্রেড করার কাজ চলছিল। সেই কারণে সমস্যায় পড়তে হয়। তবে এর পিছনে অন্য কারণ আছে কিনি তা এখনও স্পষ্ট নয়। সমস্যা দেখা দেয়, জাতীয় জরুরি নম্বর ১১২। বিভ্রাটের কারণে অনেক পরিষেবা বন্ধ হয়ে যায়।

বেশ কিছু সপ্তাহ আগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশনের ট্রেনের মধ্যে আটকে পড়েন বহু যাত্রী। বিভ্রাটের ফলে হাসপাতালে চরম ভোগান্তিতে পড়েছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীরা। ১৮ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিদ্যুৎ ফেরে প্রায় ১৮ ঘন্টা পর। শুধুমাত্র স্পেন নয়, বিদ্যুৎবিভ্রাট হয়েছিল ফ্রান্স, পর্তুগাল। ফের একবার সমস্যার সম্মুখীন হল স্পেন।

Related Articles