অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে দেশে ফিরে , স্বস্তির শ্বাস ফেলছেন এপারের পড়ুয়ারা
After returning home from the burning Bangladesh, the students are breathing a sigh of relief

The Truth of Bengal : রক্তে রাঙা রাস্তা। সংরক্ষণ বিরোধী স্লোগানে মুখর ঢাকার রাজপথ। সেই স্লোগান আবার বদলে যাচ্ছে আর্তনাদে। বন্দুকের গর্জনে নিরস্ত্রদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠেছে। অগ্নিগর্ভ বাংলাদেশ। কোটা বা সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনে পথে নেমেছেন ছাত্ররা। সপ্তাহ খানেক ধরে চলা এই আন্দোলন যত সময় এগিয়েছে, ততই উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে পথে নেমেছেন। বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে তৈরি আন্দোলনকারীরা।
সংঘর্ষে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ১১৫ জনের ওপর মানুষের। উত্তপ্ত এই পরিস্থিতিতে বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া। তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এর মাঝে বহু এপার বাংলার পড়ুয়া ওপার থেকে চলে এসেছে। সেরকমই নজির মিলল কোচবিহারে। চ্যাংড়াবান্ধা দিয়ে পড়ুয়ারা এবার এপার বাংলায় চলে এল। ৪০০-র ওপর ছাত্রছাত্রী চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে ভারতে ঢোকে।সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। ভারতীয় সীমানায় ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ছাত্রছাত্রীরা । কারণ তাঁরা মনে করছেন,উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাড়ি দেওয়ার পর তাঁদের এই ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কখনও রাজ্যের পড়ুয়ারা ভাবেনি। শুধু পশ্চিমবঙ্গের পড়ুয়ারাই নন,উত্তর পূর্বাঞ্চলের বহু পড়ুয়া বাংলাদেশ ছাড়ছেন।আশা করা হচ্ছে আগামীদিন যাঁরা আটকে রয়েছেন প্রতিবেশী দেশে তাঁরা সকলেই ধীরে ধীরে বাংলাদেশ ছাড়তে চাইছেন।ফলে আশা করা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে যে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে,তা সামাল দেওয়া সেদেশের সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলা যায়।