আন্তর্জাতিক

মনোনয়ন গ্রহণ ডোনাল্ড ট্রাম্পের, ট্রাম্পের কন্ঠে আক্রমণাত্মক সুর

Accepting the nomination is Donald Trump, Trump's tone of voice aggressive

The Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে এবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারই ছিল দলীয় কনভেশনের চতুর্থ দিন। ওই দিনই মনোনয়ন গ্রহণ করেন তিনি। এদিনই ঐক্যের বার্তা দিয়ে নিজের বক্তব্য শুরু করেন তনি। কিছু সময় পরই তাঁর বক্তব্যে উঠে আসে রাজনৈতিক প্রতিদ্বকন্দ্বীদের নিয়ে আক্রমণাত্মক বার্তা।

ওই কনভেনশনে ট্রাম্প তাঁর উপর হওয়া সাম্প্রতিক সময়ের সেই হামলার প্রসঙ্গ তুলে আনেন। সেই সঙ্গে তিনি জানান, তার সেই হামলায় তাঁর প্রাণে বেঁচে যাওয়া এক অলৌলিক মুহূর্ত। এদিন প্রায় ৯১ মিনিটের কাছাকাছি সময় ধরে বক্তব্য রাখতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। তাঁর বক্তব্যের শুরুতেই শোনা যায়, তিনি অর্ধেক আমেরিকার জন্য নয়, গোটা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন।

কারণ স্বরূপ তিনি  জানিয়েছেন, অর্ধেক আমেরিকার জন্য জয়া হওয়াকে বিজয় বলা যায় না। তাঁর এহেন বক্তব্যের পরই উতসসাহী দর্শকদের পাইট বলে চিতকার করে উঠতে শোনা যায়। নিজের বক্তব্যের শুরুতে ট্রাম্পের মুখে ঐকের বাণী শোনা গেলেও কিছুসময়ের মধ্যেই সেই সুর সম্পূর্ণরূপে বদলে যায়। তিনি ন্যান্সি পেলোসিকে ‘উন্মাদ’ বলে উল্লেখ করেন।

Related Articles