
Truth Of Bengal: সোমবার চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা একটি ট্যাংকারে বেলা ১১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। অঘটনের কবলে পড়া ওই ট্যাংকারটির নাম এমটি বাংলার জ্যোতি। ওই ট্যাংকারটিকে পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সম্মুখে উপস্থিত ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা হয়েছিল। সাগরে থাকা বড় ট্যাংকার থেকে তেল নিয়ে জেটিতে আসত ওই ট্যাংকারটি। তারপর সেই তেল সরবরাহ করা হয় ইস্টার্ন রিফাইনারিতে।
সংবাদ মাধ্যমকে বন্দরের সচিব ওমর ফারুক এ বিষয়ে জানান, ‘বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। এরপরই আগুন নিয়ন্ত্রণে দ্রুত বন্দরের সাহায্যকারী জলযান পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে বন্দর চ্যানেলে কোনো সমস্যা না হয়, সেটি আমরা দেখছি।’
কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বা ট্যাংকারটিতে ওই সময় জ্বালানি তেল মজুত ছিল কি না তা এখনও স্পষ্ট হয়নি। এই দুর্ঘটনা প্রসঙ্গে ইস্টার্ন রিফাইনারির পরিচালক শরীফ হাসনাত জানান, কোস্টগার্ডসহ একাধিক সংস্থা আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সাথে তিনি জানিয়েছেন, ইস্টার্ন রিফাইনারি তরফ থেকেও ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।