আন্তর্জাতিক
Trending

ইকুয়েডরে জারি জরুরী অবস্থা, শহরে মোতায়েন বিশাল সামরিক বাহিনী ….

A state of emergency has been declared in Ecuador, with large military forces deployed in the city

The Truth Of Bengal: লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের জেল থেকে পলাতক অপরাধী চক্রের সঙ্গে জড়িত এক নেতা। সেক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া আগামী ৬০ দিনের জন্য ইকুয়েডরে জরুরী অবস্থা জারি করেছে। পুরো দেশে রাতের বেলায় জারি রাখা হয়েছে কারফিউ। শহরের রাস্তায় এবং কারাগারে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইকুয়েডরে চালু করা হয়েছে জরুরী অবস্থা। দেশের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জারি করেছে এই জরুরী অবস্থা। ইকুয়েডরের জেল থেকে পলাতক এক অপরাধী নেতা। সেই কারণে দেশের একাধিক রাস্তায় এবং জেলের ভিতরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাতারাতি জারি করা হয়েছে কারফিউ। আসলে ইকুয়েডরের লস ক্রোনেরস নামের একটি অপরাধী চক্রের নেতা এডলফো মাসিয়াস ৩৪ বছরের জন্য কারাদণ্ড পেয়েছিলেন। রবিবার থেকে হঠাৎ করেই সে ইকুয়েডরের কারাগার থেকে পালিয়ে যায়। তাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতেই দেশে জরুরী অবস্থার কথা ঘোষণা করেন ইকুয়েডর প্রেসিডেন্ট।

উল্লেখ্য ২০২৩ এর নভেম্বর মাসে ব্যবসায়িক এবং রাজনৈতিক ড্যানিয়েল নোবোয়া ইকুয়েডরের প্রেসিডেন্ট হন। ইকুয়েডরের আইন শৃঙ্খলা আরও উন্নত করার শপথ নেন তিনি। এরপর এটাই নোবোয়ার সবচেয়ে কঠোর পদক্ষেপ। জরুরি অবস্থা জারির পর নোবোয়া বলেন, ‘আমি মাত্রই জরুরি অবস্থা জারির ডিক্রিতে সই করেছি। এর ফলে সশস্ত্র বাহিনী তাদের কার্যক্রমের জন্য সব ধরনের রাজনৈতিক ও আইনি সহায়তা পাবে।’ নোবোয়া হুঁশিয়ারি দেন, সরকারকে কী করতে হবে না হবে, সেটা অভিযুক্ত মাদক পাচারকারী, হিটম্যান ও সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা বলে দেবেন, সেদিন এখন আর নেই। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করার ফলে রাস্তায় ও কারাগারের ভেতরে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুরো দেশে রাতের বেলায় জারি থাকবে কারফিউ।

এর আগে ইকুয়েডরের কারা সংস্থা জানায়, দেশটির অন্তত ছয়টি জনাকীর্ণ কারাগারে ‘অঘটন’ ঘটেছে। ২০২১ সালের পর থেকে দেশটির কারাগারগুলোয় বিভিন্ন মাদক ও অপরাধী চক্রের সদস্যদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামায় চার শতাধিক বন্দীর মৃত্যু ঘটেছে। রোবিবার ইকুয়েডরের লস ক্রোনেরস নামের একটি অপরাধী চক্রের নেতা এডলফো মাসিয়াস কারাগার থেকে পালিয়ে যায়। এর পরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

Free Access

Related Articles