সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে, ভয়ঙ্করভাবে ছুড়ি নিয়ে হামলা এক নাবালকের
A minor is brutally attacked with a knife that will defy the script of the movie

The Truth Of Bengal: ভয়ঙ্কর হত্যা লীলার সাক্ষী থাকলো ব্রিটেনের এক মসজিদ। হত্যা লীলার নেপথ্যে ছিলেন এক নাবালক। তিনি এক মসজিদে গিয়ে যাকে সামনে পেয়েছে তাকে এলোপাথাড়ি ভাবে ছুড়ির আঘাত করেছে । ওই নাবালক কেন এই ঘটনা ঘটালেন? তা অবশ্য জানা যায়নি , পুলিশ এ ঘটনা তদন্ত চালাচ্ছে ।
ওই নাবালকের নাম পরিচয় সবকিছু জানার চেষ্টা চালানো হচ্ছে । এই ঘটনায় তিন শিশু আহত হয়েছেন। মঙ্গলবার, একটি মসজিদে হাজির হয়েছিলেন কিছু মানুষ, আর সেখানেই চলে এই ঘটনা । এই সংঘর্ষে 39 জন আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছেন ইতিমধ্যে সন্দেহজনক নাবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন এই ঘটনা ঘটানো হলো ? এর নেপথ্যে কারা কারা জড়িত রয়েছে ? কোন ষড়যন্ত্র রয়েছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আহত শিশুদেরকে বাঁচাতে গেলে যারা প্রাপ্তবয়স্ক ছিলেন তারাও ছুড়ির আঘাতে জর্জরিত হন । কেন এই ঘটনা ? উত্তর খুঁজছে পুলিশ । ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু। তার মধ্যে কারো কারো অবস্থা সংকট জনক বলেও জানিয়েছে সেখানকার তা নিয়ে হাসপাতাল।এই ঘটনা সিনেমার স্ক্রিপ্টকেও যেন হার মানাবে।