আন্তর্জাতিক

মাকে কু*পিয়ে খুন ডাক্তারি পড়ুয়ার

A medical student killed his mother

The Truth Of Bengal : ডাক্তারি পড়ুয়া ছেলে ধারল ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করল নিজের মা-কে। গর্ভধারিণী ‘বিরক্ত’ করায় খুন করে তাঁকে চুপ করান মেধাবী ছেলে। এমনটাই অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হয়েছেন বছর ৪৬-এর এলভিয়া এসপিনোজা। হত্যাকারী ২১ বছরের ছেলে ইমানুয়েল এসপিনোজা। যিনি মেডিক্যাল কলেজের হস্টেলে থেকে পড়াশোনা করছিলেন। ঘটনার দিন মায়ের সঙ্গে বৃদ্ধ দাদুকে দেখতে যাওয়ার কথা ছিল ইমানুয়েলের। সেই জন্য তাঁকে বাড়িতে ডাকেন মা এলভিয়া। তদন্তকারীরা জানান, দুপুর দুটো নাগাদ বাড়িতে পৌঁছান ইমানুয়েল। এদিকে ছেলের জন্য অপেক্ষায় উদগ্রীব ছিলেন মা।

যদিও মা দরজা খুলতেই ধারাল ছুরি নিয়ে হামলা চালায় ছেলে। মৃত্যুমুখে পতিত এলভিয়া ছেলের কাণ্ডে বেদনার চেয়েও অবাক হন বেশি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছেলের ডাকনাম ম্যানি নামে ডাকতে থাকেন তার মা। কিন্তু মুখে টুশব্দ করেননি। মায়ের শরীরে একের পর এক কোপ বসাতে থাকে সে। এমনকী এই কাজ করতে গিয়ে নিজের হাত কেটে ফেলেন। মায়ের কাছেই জানতে চান, মলম কোথায়? যদিও ততক্ষণে এলভিয়ার মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদে ম্যানি ওরফে ইমানুয়েল জানিয়েছেন, বায়োলজির ছাত্র হওয়ায় তিনি জানতেন ঠিক কোথায় কোথায় ছুরির আঘাত করলে দ্রুত মৃত্যু নিশ্চিত করা যাবে। নিজেকে মেধাবী বলেও দাবি করেন ইমানুয়েল।

তদন্তকারীদের ইমানুয়েল জানিয়েছেন, মাকে তিনি খুব ভালোবাসতেন, যদিও খুন করবেন বলে ঠিক করে রেখেছিলেন। অতীত অপরাধের রেকর্ড নেই ইমানুয়েলের, মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা যায়নি।

Related Articles