উদ্ধার হল বাংলাদেশের গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা
8 lakh rupees looted from public buildings of Bangladesh have been recovered

Truth Off Bengal: চলতি মাসের ৫ তারিখ ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভয়ঙ্কর রূপ নিয়েছিল বাংলাদেশ। সেখানে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন সহ একাধিক জায়গায় ভাঙচুর, হামলা ও লুটপাটের মতো ঘটনা ঘটে। সেই লুটপাটকালে গণভবন থেকে ৮ লাখ টাকাও লুট হয়।
এবার ১২ আগস্ট সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ ঢাকার মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকা থেকে সেই টাকা উদ্ধার করল ওপার বাংলার সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেন, এক ব্যক্তি ১২ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীকে সংবাদ পাঠিয়ে জানান, ওই ব্যক্তির বাড়ির পাশে একটি ব্যাগ পাওয়া গিয়েছে, যাতে ৮ লাখ টাকা রয়েছে। সে সময় জানা যায় ওই টাকা গণভবন থেকে লুট করা টাকা।
যে লুটে করে ছিল ভয় পেয়ে টাকা ফেলে রেখে সে পালিয়ে গেলে তার আত্মীয়রা সেনাবাহিনীকে সংবাদ দেন। এ বিষয়ে ওই এলাকায় টহল টিমের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসার পর তাঁরা ওই টাকা উদ্ধার করেছে। তারপর কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতে ওই ৮ লাখ টাকা গুনে হিসাব বুঝে নেয় তাঁরা, এমনটাই জানানো হয়েছে।