গ্রেফতার আওয়ামী লীগের ৮ নেতা, জারি যৌথ বাহিনীর অভিযান
8 Awami League leaders arrested, joint forces launch operation

Truth Of Bengal: বাংলাদেশে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এর মাঝেই ময়মনসিংহ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার তাদের গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ।
ময়মনসিংহ নগরীর বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৮ নেতাকে। বুধবার ভোররাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চান এবং জহিরুল ইসলাম ভূঁইয়া মো. আনিসকে ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ”যৌথ বাহিনী সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট মামলায় ইতোমধ্যে আসামিদের আদালতে পেশ করা হয়েছে।” এ ধরনের অভিযান জারি থাকবে বলেও জানান তিনি।