আন্তর্জাতিক

ইজ়রায়েলি হামলায় নিহত ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মী

The Truth Of Bengal Desk: গাজায় ইজ়রায়েলি বাহিনীর হামলার তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। আর সেই হামলার জেরেই এবার গাজায় ত্রান সরবরাহ করতে আসা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সংগঠনের সাতজন কর্মীকে প্রাণ হারাতে হল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে ঘটনার সময়ে গাড়িতে ও কর্মীদের উর্দিতে সংগঠনের লোগো ছিল। তা-ও শেষ রক্ষা হয়নি।

প্রথমে ঘটনার দায় অস্বীকার করলেও পরে বেঞ্জামিন নেতানিয়াহু ও ইজ়রায়েলি বাহিনী (আইডিএফ) মেনে নিয়েছে যে, এই হামলা ইজ়রায়েল-ই চালিয়েছে। তবে একই সঙ্গে নেতানিয়াহুর মন্তব্য, ‘যুদ্ধে এমন হতেই থাকে’। পাশাপাশি নিহতদের সংগঠনের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে বলা হয়েছে, কিছু কর্মী মঙ্গলবার জলপথে আসা ১০০ টন খাবার নিয়ে দু’টি গাড়ি করে মধ্য গাজ়া স্ট্রিপের দিকে যাচ্ছিলেন। তবে তাঁদের গাড়িগুলি দের আল-বালা ছাড়িয়ে যেতেই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

এক প্যালেস্টাইনি চালক-সহ সাত জনের দেহ উদ্ধার হয়। নিহতেরা প্যালেস্টাইন, আমেরিকা, পোল্যান্ড, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার বাসিন্দা। বুলেট প্রুফ, সংগঠনের লোগো দেওয়া জ্যাকেট পরা রক্তাক্ত দেহগুলি প্রথমে গাজ়ার আল আকসা হাসপাতালে ও পরে রাফার আবু ইউসেফ আল নজ্জর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবে, এই ঘটনা আবারও একাধিক প্রশ্নের সঞ্চার ঘটিয়েছে আন্তর্জাতিক মহলে।

Related Articles