মানুষের ভিড়ে গিয়ে সজোরে ধাক্কা গাড়ির! প্রাণ হারালেন ৩৫ জন, গ্রেফতার এক
35 people killed, one arrested after car rams into crowd

Truth Of Bengal: একদল মানুষের ভিড়ে গিয়ে সজোরে ধাক্কা দিল গাড়ি। প্রাণ হারালেন ৩৫ জন। গুরুতর জখম আরও ৪৩ জন। চিনের জুহাইতে মর্মান্তিক ঘটনা।
এই ঘটনার নেপথ্যে রয়েছেন ৬২ বছরের এক ব্যক্তি। জানা যায়, ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে যাচ্ছিলেন। তখনই তাকে আটকায় পুলিশ। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিছকই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।
দুর্ঘটনার সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সমাসমাধ্যামে। সেই ভিডিও শেয়ারও করেছেন অনেকে। তবে, দুর্ঘটনার সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছতে কড়া পদক্ষেপ করেছে চিন সরকার।
চিনের যে স্পোর্টস সেন্টারের কাছে এই ঘটনা ঘটেছে, তা প্রায় প্রতিদিনই জমজমাট থাকে। সকার থেকে শুরু করে বিভিন্ন খেলা হয় সেখানে। হয় নানা অনুষ্ঠানও। তবে, এই ঘটনার পরে কদিন বন্ধ থাকবে এই স্পোর্টস সেন্টার বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে চিন। গত অক্টোবরেই বেজিং-য়ে পড়ুয়াদের ওপর ছুরি দিয়ে আক্রমণের ঘটনা ঘটে। আটক করা হয়েছিল এক ব্যক্তিকে। সেই ঘটনায় আহত হয়েছিল পাঁচজন। তার আগে সেপ্টেম্বরে সাংহাই সুপারমার্কেটে চলা হামলায় প্রাণ খুইয়েছিলেন তিনজন।