আন্তর্জাতিক

প্রোটিনের আকার ও গঠনের জন্য রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

3 scientists won the Nobel Prize in Chemistry for the shape and structure of proteins

Truth Of Bengal: সম্প্রতি শুরু হয়েছে বিভিন্ন বিভাগে নোবেল জয়ীদের নাম ঘোষণা। বুধবার প্রকাশ হয়েছে রসায়নে নোবেল জয়ীদের নাম, সেখানে নোবেল জয় করেছেন ডেভিড বেকার, জন জাম্পার, ডেমিস হাসাবিস নামক তিন বিজ্ঞানী। মূলত প্রোটিনের আকার ও গঠনের জন্য এই ৩ বিজ্ঞানী নোবেল প্রাইজ পাচ্ছেন।

রয়াল স্যুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্টিস্ট বুধবার ঘোষণা করে, ‘কম্পিউটেশানাল প্রোটিন ডিজাইনের’ জন্য নোবেল পুরষ্কারের অর্ধেক পাচ্ছেন ডেভিড বেকার। ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের’ জন্য বাকি অর্ধেক পুরস্কার বরাদ্দ থাকছে জাম্পার ও ডেমিস হাসাবিসের নামে। ডেমিস হাসাবিভিস বর্তমানে ইউকে-তে গুগল ডিপ মাইন্ডের সিইও। আর গুগল ডিপ মাইন্ডের প্রবীণ বিজ্ঞানী জন জাম্পার। এই গবেষণার জেরে প্রোটিনের গঠনমূলক বিষয়ে একাধিক অজানা তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, প্রোটিনকে বৃহৎ জৈব অণু বলা যায়, এটি মূলত অ্যামাইনো অ্যাসিডের চেইন দিয়ে এটি গঠিত। মানুষের শরীরে এটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহজ ভাষায় মানব জীবন প্রোটিন ছাড়া অস্তিত্বহীন। যুগান্তকারী ‘কম্পিউটেশানাল প্রোটিন ডিজাইন’ এবং ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-এই গবেষণায় বহু প্রাণ বাঁচবে।