আন্তর্জাতিক

পোলিওর আতঙ্ক, টিকাকরণের জেরে ৩ দিনের যুদ্ধবিরতি গাজায়

3-day ceasefire in Gaza over polio scare, vaccinations

Truth Of Bengal: ক্রমাগত গাজায় ধ্বংসলীলা চালীয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। এর মাঝে একদিকে আপনজন হারিয়ে কষ্টে ফেটে পড়ছেন মানুষজন। আর অপরদিকে বেড়ে চলেছে একাধিক রোগ। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পোলিও সংক্রমন। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পোলিওএতটাই বেড়ে গিয়েছে যে তার জেরে গাজায় ঘোষণা হয়েছে ৩ দিনের যুদ্ধবিরতি, যেখানে সম্মতি দিয়েছে হামাস-ইজরায়েল। শিশুদের কথা ভেবে তাদের টিকাকরণের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দু’পক্ষ।

দিনের পর দিন আরও ভয়াবহ হচ্ছে গাজার যুদ্ধ পরিস্থিতি। চারিদিকে অপরিষ্কার, পরিষ্কার পানীয় জল খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে সে দেশের সাধারণ মানুষের মনে পলিওর ভয় জেঁকে বসেছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, গাজার ড্রেন পোলিও-র চিহ্ন পাওয়া গিয়েছে। এমনকি অনেকের শরিরে সংক্রমণের লক্ষণও দেখা গিয়েছে।তবে দাবি করা হয়েছে, তাদের কাছে সঠিক চিকিৎসা পুঁছাছে না।

এক বিশেষ সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে, রবিবার থেকে গাজায়এই টিকাকরণ পক্রিয়া  শুরুকরা হবে হবে, মঙ্গলবার পর্যন্তচলবেএই পক্রিয়া। সাথে জানা গিয়েছে, ওদেশের স্থানীয় সময় সকাল ৬টা থেকে বেলা ৩টে পর্যন্ত হামাস বা ইজরায়েল কারোর পক্ষ থেকে কোনো প্রকার হামলা চালানো হবে না। পরিকল্পনা করা হয়েছে, প্রথম দফায় প্রায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে টিকাকরণ দেওয়া হবে। মধ্য গাজা থেকে শুরু হবে টিকাকরণ পক্রিয়া।

এনিয়ে হামাসের এক মুখপাত্র এ বিষয়ে জানিয়েছে, “আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। প্রায় সাড়ে ৬ লক্ষ শিশুর জীবন সুরক্ষিত করতে আমরা এই প্রয়াসে সাহায্য করব।” ইজরায়েলি সেনাওশিশুদের কথা ভেবে সম্মতি প্রদান করেছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, “সে জায়গাগুলোতে টিকা দেওয়া হবে সেখানে সাধারণ মানুষদের ঠিকমতো পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হবে।”

Related Articles