বাংলাদেশ সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনা উধাও, জানালেন উপদেষ্টা হাসান আরিফ
12,000 gold coins of Bangladesh Cooperative Bank have disappeared, said advisor Hasan Arif

Truth Of Bengal: ওপার বাংলার ব্যাঙ্ক থেকে উধাও কয়েক হাজার ভরি সোনা। স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন যে বাংলাদেশ সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার কোন হদিশ পাওয়া যাচ্ছে না। কুমিল্লায় রবিবার দুপুরে সাংবাদিকদের এ বিষয়ে জানান ওই উপদেষ্টা। রবিবার তিনি পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিতে কুমিল্লায় এসেছিলেন।
এদিন এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এর পাশাপাশি তিনি এও বলেন যে ‘সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই।’
জানা গিয়েছে এদিনের ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।