আন্তর্জাতিক
Trending

যুক্তরাষ্ট্রের এক ওয়াটার পার্কে ১০ জন গুলিবিদ্ধ , পলাতক বন্দুকধারী

10 people shot in a water park in the United States, gunmen on the run

The Truth Of Bengal: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের কাছের একটি পার্কে আচমকা হাজির হয় এক বন্দুকধারী । তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। উপস্থিত থাকা মানুষজনের মধ্যে দশজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যেকেই এই মুহূর্তে চিকিৎসাধীন ।

ওই বন্দুকধারীর নাম পরিচয় কিছুই জানা যায়নি। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটা এই ঘটনার আকস্মিকতা এখনো কাটিয়ে উঠতে পাচ্ছেন না উপস্থিত সকলে। তবে বন্দুকধারী পলাতক হলেও তার বন্দুকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ।সন্দেহভাজন ওই ওই বন্দুকধারীর খোঁজ চালাচ্ছে পুলিশ । এই ঘটনার পর মাইকেল বুশার্ড জানিয়েছেন শনিবার বিকেল পাঁচটা নাগাদ রচেষ্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজার সামনে হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায়।

গাড়ি থেকে যে ব্যক্তি নেমে আসেন সেই ব্যক্তির হাতে 9 এম এম পিস্তল ছিল। এবং তিনি বেশ কয়েকটা গুলি ভরে নেন সে পিস্তলের মধ্যে। তারপরেই এগিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এ ঘটনায় আহতের সংখ্যা প্রকাশ্যে এলেও কোন মানুষ মারা গেছে কিনা তা অবশ্য পুলিশ জানাইনি এখনো।

 

 

Related Articles