
The Truth of Bengal: লাগাতার ইজরায়েলি হামলার পর এবার পালটা হামলা হামাসের। ইজরায়েলি সেনার উপর আক্রমণ চালায় প্যালেস্টাইনের কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে ইজরায়েল। হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইজরায়েল বাহিনীর একটি দল কে ঘিরে ফেলে । মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হওয়া একটি ট্যাঙ্ক কে বাঁচাতে গিয়ে হামাস আক্রমণের মুখে পরে ইজরায়েল সেনাবাহিনীর ওই দলটি। হামাসের হামলায় নিহত হয়েছে ১০ জন ইজরায়েলি সেনা সহ ইজরায়েল বাহিনীর বহু অফিসার ।
হামাসের এন কাউন্টারে নিহত হয়েছে ইজরায়েলের দুই উচ্চপদস্ত কমান্ডার ও । স্থলপথে একের পর এক বোমা ও গুলি বর্ষণ করে হামাস। গাজা ভূখণ্ডের শজাইয়তে এই হামলা চালায় হামাস। স্থলপথে এই হামলায় মৃতের সংখ্যা ১১৫ জন। নিহত হওয়া অফিসারদের মধ্যে রয়েছে কর্নেল ইৎঝাক বেন বাসাত, লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গ , ক্যাপ্টেন লিয়েল হায়ো সহ আরও অনেকে।
প্রসঙ্গত, ইজরায়েলের উপর চলতি বছর প্রথম আক্রমণ চালায় জঙ্গি গোষ্ঠী হামাস। বহু ইজরায়েল বাসিন্দাদের বন্দি বানিয়েও নিয়ে যায় হামাস। তাঁর পর থেকেই নেতানিয়াহু সকারের একটাই উদ্দেশ্য যে করেই হোক হামাস কে নির্মূল কড়া। ইতিমধ্যেই স্থলপথে , হামাসের গোপন ঘাঁটিতে সমুদ্রের জল ঢুকিয়ে, গাজার হাসপাতাল আক্রমণ, শরণার্থী শিবিরে আক্রমণ চালিয়ে সব দিক থেকেই গাজাকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে ইজরায়েল। এত কিছু সহ্য করার পর ফের ইজরায়েলে আঘাত আনল হামাস।