এবার পৃথিবীতে ফেরার পালা সুনীতা এবং বুচেরের, দীর্ঘ ১০ মাস পর পৃথিবীর মাটিতে পা রাখবে তারা
Now it's Sunita and Butcher's turn to return to Earth, they will set foot on Earth's soil after 10 long months

Truth Of Bengal : যত সময় এগোচ্ছে ততই দিন এগিয়ে আসছে । বিগত দশ মাস ধরে যান্ত্রিক ত্রুটির কারণে সুনীতা এবং বুচের রয়েছে মহাকাশে। এবার পৃথিবীর মাটিতে তাদের পা রাখার সময় এগিয়ে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফেরা আটকে গিয়েছিল তাদের।
নাসার পক্ষ থেকে জানা গেছে আগামী সপ্তাহের ১২ তারিখে দুজনকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার জন্য উড়ে যাবে এক মহাকাশযান। আগামী ১৬ই মার্চ ওই মহাকাশযান দুইজনকে ফিরিয়ে আনবে পৃথিবীর মাটিতে। ২০২৪ সাল থেকে তারা দুজনেই থাকছে মহাকাশে। এবার তাদের ফেরার পালা।
তবে এই নিয়ে মার্কিন মুলকে তৈরি হয়েছে বিতর্ক। ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়েছেন আমরা খুব শীঘ্রই তোমাদের দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে খোঁচা দিতে ছাড়েনি ট্রাম্প। তিনি আরো বলেছেন জো বাইডেনের সময় দুই মহাকাশচারীর এরকম অবস্থা হলেও নতুন প্রেসিডেন্ট আসার পর আর এই রকম অবস্থা ঘটবে না। এ বিষয়ে ট্রাম্প দায়িত্ব দিয়েছে ইলন মাস্ককে।
ইতিমধ্যেই এই বিষয়ে সুনীতা জানিয়েছেন তিনি মহাকাশের সবকিছুই মিস করবেন। এত দীর্ঘদিন ধরে এভাবে মহাকাশে থাকা, তাঁর জীবনের এক সেরা মুহূর্ত বলে মনে করেছেন সুনীতা। মৃত্যু পর্যন্ত মনে রাখবে এই অভিজ্ঞতা। এমনকি এই বছরের নিউ ইয়ার তারা কাটিয়েছে এই মহাকাশেই। তবে পৃথিবীর মাটিতে এসে তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশ খানিকটা সময় লাগবে।