দেশ

৮ বছর পর আনুষ্ঠানিকভাবে বন্ধ জারার সোবো আউটলেট

Zara's SoBo outlet officially closes after 8 years

Truth Of Bengal: জারা প্রেমীদের জন্য খারাপ খবর! জানা যাচ্ছে, ৮ বছর পর দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ততম এলাকায় জারা তাঁদের ফ্ল্যাগশিপ দোকানটি বন্ধ করে দিতে চলেছে। এই দোকানটি ঐতিহাসিক ইসমাইল বিল্ডিংয়ে অবস্থিত। তাই, দোকানটি অচিরেই শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হতে পারত। তবে, সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলেছেন জারা কতৃপক্ষ।

সূত্রের খবর, পাঁচতলা বিশিষ্ট এবং ৫১,৩০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই দোকানটি ভারতে জারার বৃহত্তম দোকান ছিল। একটি রিপোর্ট অনুযায়ী, দোকানের দরজায় একটি নোটিশ টাঙানো রয়েছে। সেখানে লেখা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ দোকানটির সমস্ত কার্যক্রম শেষ হবে।

তবে, সংস্থাটি দোকান বন্ধের কোনও নির্দিষ্ট কারণ জানায়নি। গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, তাঁরা যেন জারার অন্য শোরুম থেকে জিনিসপত্র কেনা বজায় রাখেন। এছাড়াও, অনলাইন মাধ্যমেও কেনাকাটা করার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে যখন এই দোকানটির উদ্বোধন হয়েছিল তখন তা নিয়ে শোরগোল পড়ে যায়। ঐতিহাসিক, বহুজনবসতিপূর্ণ এলাকায় এই দোকানটি খোলায়, জনমানসে এটিকে জারার তরফে ‘সাহসী পদক্ষেপ’ বলে মনে করা হয়েছিল। এটি স্থানীয় পর্যটকদেরও আকর্ষণ করেছিল।

Related Articles