দেশ

মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার তরুণী পাইলটের রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক

Young Air India pilot mysteriously dies in Mumbai, boyfriend arrested

Truth Of Bengal: মুম্বাইয়ের আন্ধেরিতে এয়ার ইন্ডিয়ার ২৫ বছর বয়সে এক তরুণী পাইলটের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম সৃষ্টি তুলি। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই তরুণী। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রেমিক আদিত্য পন্ডিতের নামে হত্যার অভিযোগ তোলে সৃষ্টির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে আদিত্য পন্ডিতকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

বুধবার সকালে আন্ধেরি একটি ফ্ল্যাট থেকে সৃষ্টির মৃতদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সৃষ্টির সঙ্গে আদিত্যের সম্পর্ক বহুদিনের। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল।

মৃতার কাকার অভিযোগ, আদিত্য মাঝেমধ্যেই সৃষ্টির সঙ্গে দুর্ব্যবহার করত। যার জেরে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। তিনি দাবি করেন সৃষ্টির মৃত্যুর জন্য আদিত্যই দায়ী। তার অভিযোগের ভিত্তিতে আদিত্যকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আদালত আদিত্যকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে। কি কারনে সৃষ্টি এই সিদ্ধান্ত নিলেন তা জানতে তার ব্যক্তিগত জীবন ও সম্পর্কগুলি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

Related Articles