
Truth Of Bengal: এক মহিলাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের ১৫ বছর পর রায় দিয়েছে আদালত। এই বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিনারায়ণ পাত্র বলেছেন, মালকানগিরি সিনিয়র সিভিল জজ (লেডি কোর্ট) তথা সহকারী দায়রা জজ ববিতা দাস দোষী সাব্যস্ত আসামি এসকে সুরিকে দশ হাজার টাকা জরিমানাও করেছেন।
১৪ জন সাক্ষীর জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। মামলার তরফে জানানো হয়েছে, খয়েরপুট ব্লকে ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি এক মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। ওই মহিলা তাঁর গ্রামের কাছের জঙ্গলে গিয়েছিলেন। তাঁকে একা পেয়ে সুরি ধর্ষণ করে।