দেশ

দিল্লি মেট্রোতে এক মহিলার মৃত্যু

Delhi Metro

The Truth of Bengal: দিল্লির মেট্রোতে মৃত্যু এক মহিলার। মেট্রোর দরজায় কাপড় আটকে মেট্রো থেকে পরে মৃত্যু রীনার। তবে মৃত মহিলা রিনা দুর্ঘটনার সময় মেট্রো থেকে নামছিলেন না মেট্রোয় চাপছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মেট্রোর দরজায় মহিলার কাপড় আটকে যাওয়ার সময় মেট্রো চলতে শুরু করে দেয়। সেই সময় টাল সামলাতে না পেরে মহিলা মেট্রো লাইনের উপরে পড়ে যান।

মহিলার পরিবারের দাবি দিল্লির নাঙ্গলোই থেকে মোহন নগরের দিকে যাচ্ছিল রিনা। মাঝে তিনি নেমেছিলেন ইন্দ্রলোক স্টেশনে। সেখান থেকে অন্য আরেকটি ট্রেন ধরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিবারের অনুমান তিনি মেট্রোতে ওঠার সময় হুট করে মেট্রোর দরজা আটকে যায় যাতে মৃত রিনার কাপড় ও আটকে ছিল।

এবং মেট্রো চলতে শুরু করা মাত্রই তিনি সামালতে না পেরে রেললাইনের উপর পড়ে যান। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে। কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হল না ওই মহিলার। দুদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনায় মেট্রো রেল কতৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related Articles