দেশ

চিত্রদুর্গা এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Woman dies after being hit by car on expressway in Chitradurga, CCTV footage goes viral

Truth Of Bengal: কর্ণাটকের চিত্রদুর্গায় ভয়াবহ দুর্ঘটনা। রবিবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান একজন মহিলা। এই দুর্ঘটনার ভিডিও সিসিটিভিতে রেকর্ড হয়েছে, যা রীতিমত ভাইরাল হয়েছে।

৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ভুক্তভোগী দুই শিশুসহ অন্যান্য লোকের সঙ্গে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। যখন তিনি দ্বিতীয় লেনে পৌঁছান, তখন দ্রুতগামী গাড়িটি তাকে ধাক্কা দেয়। চালক গাড়ির গতি কমিয়ে পালাতে সক্ষম হন। ধাক্কার কারণে মহিলাটি ছিটকে পড়েন। অন্যরা অল্পের জন্য বেঁচে যান। আরেকজন ব্যক্তি মহিলাটিকে দেখ এগিয়ে আসেন। জানা গেছে, মাথায় আঘাতের কারণে তিনি মারা গেছেন। মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাইওয়েতে আরেকটি গাড়ি থামে।

সূত্রের খবর, মৃত মহিলার নাম অনন্তম্মা। তিনি কুদলিগি তালুকের কে. রায়পুরা গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১০ বছর ধরে তিনি সকলেশপুরে তার পরিবারের সঙ্গে একটি কফি এস্টেটে কাজ করছিলেন। শিবরাত্রি উদযাপনের জন্য এদিন যখন মহিলাটি নিজের গ্রামে যাচ্ছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ গাড়িটি সনাক্ত করার চেষ্টা করছে।

Related Articles