দেশ

তপ্ত হতে চলেছে শীতকালীন অধিবেশন, স্নায়ুর চাপে কেন্দ্রের শাসকরা 

Winter session is about to heat up, central rulers are under nervous tension

Truth Of Bengal: ২৫নভেম্বর শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশনের প্রস্তুতি চলছে জোর কদমে। সংসদের বাদল অধিবেশন চলবে ২০ডিসেম্বর পর্যন্ত।

সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। শীতকালীন অধিবেশনে ঝড় তুলতে তৈরি হচ্ছে বিরোধীরা। মূলতঃ এক দেশ এক ভোট নিয়ে সরকার পক্ষ যখন কার্যকর করতে এগিয়ে যেতে চায় তখন বিরোধীরা এর বিরুদ্ধে সোচ্চার হতে তৈরি হচ্ছে। এক দেশ এক ভোটের মতোই  ওয়াকফ বিল সহ নানা ইস্যুতে  কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে বিরোধীরা সরব হতে পারে বলে আভাস মিলছে। একইসঙ্গে অনুপ্রবেশ ইস্যুতেও বিজেপিও বিরোধীদের দ্বৈরথ চরমে পৌঁছাবে।

ইতিমধ্যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বিজেপি অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনেছে। তাই এক দেশ এক ভোট, ওয়াকফ বিল-সহ একাধিক বিষয়ে এই অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালে বিজেপির নির্বাচনী ইশতেহারে এই এক দেশ এক ভোট ইস্যুটি ছিল। সেই এককেন্দ্রিকতার বিরোধিতায় সোচ্চার তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির। উল্লেখ্য,জম্মু-কাশ্মীরের   বিধানসভা ভোটের পর, এই  প্রথম অধিবেশন বসছে সংসদে। তাই কাশ্মীর নিয়েও আলোচনায় উঠে আসতে পারে বলে অভিজ্ঞ সাংসদরা বলছেন।

বলা যায়, সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল ২২ জুলাই থেকে। শেষ হয় ৯ আগস্ট। বাদল অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিল বিজেপি সরকার। এবার একাধিক ইস্যুতে সরকার পক্ষকে চাপে রাখতে বিরোধীরা এককাট্টা হওয়ায় বিজেপি কতটা তা সামলাতে পারে তাই দেখার।

Related Articles