দেশ

স্বামীকে মারধর করে ড্রামে ভরে রাখার হুমকি স্ত্রী এবং তাঁর প্রেমিকের

Wife and boyfriend threaten to beat up husband, put him in drum

Truth Of Bengal: যোগী রাজ্যে মর্মান্তিক ঘটনা। স্ত্রী এবং তাঁর প্রেমিককে একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেন স্বামী । তাতেই ঘটল বিপত্তি।  এরপরেই প্রেমিক  স্বামীর ওপর নির্মমভাবে অত্যাচার চালায় । শুধু তাই নয় স্বামীকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা চান স্ত্রীর প্রেমিক। এই ঘটনার পরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে আসে নির্যাতিত স্বামী।

সেখানে তিনি দাবি করেন, স্ত্রী এবং তাঁর প্রেমিক এসে নির্মমভাবে তাঁর ওপর অত্যাচার চালিয়েছে। শুধু তাই নয় স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় বাড়ির সমস্ত  মূল্যবান জিনিসপত্র এবং তাদের মেয়েকে  নিয়ে চলে যান। আর তাতেই ওই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

 

পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সেইসঙ্গে কর্তৃপক্ষ বর্তমানে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপর বলে জানিয়েছেন পুলিশ সুপার। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে দায়ের হয়েছে মামলা। শুরু হয়েছে তদন্ত।

Related Articles