দেশ
Trending

কেন মে দিবস পালন করা হয় , কী ঘটেছিল ওইদিন

Why May Day is observed, what happened on that day

The Truth Of Bengal : প্রতিবছর ১ মে দিনটি মে দিবস হিসাবে পালিত হয়। সারা পৃথিবীতে এই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে। আপনি কি জানেন কেন পয়লা মে দিনটিকে মে দিবস পালন করা হয়? এর পিছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাসের গল্প। এর পিছনে রয়েছে শ্রমিক শ্রেণীর দীর্ঘ লড়াইয়ের গল্প। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “ওরা চিরকাল টানে দাঁর ,ধরে থাকে হাল/ ওরা মাঠে মাঠে বীজ বোনে / পাকা ধান কাটে /ওরা কাজ করে নগরে প্রান্তরে।”

প্রথম মে দিবসে প্রস্তাব গৃহীত হয় ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে। ১৮৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়। প্যারিসে ১৮৯১ সালে এই প্রস্তাবকে গ্রহণ করা হয় এবং স্বীকৃতি পায় মে দিবস। তবে ভারতে মে দিবস পালন শুরু হয় ১৯২৩ সাল থেকে।

সালটা ১৮৮৬। দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিলেন সেখানকার হে মার্কেটে। প্রায় ৪০ হাজার শ্রমিক জমায়েত হয়েছিলেন সেই কর্মসূচিতে। আন্দোলন ভাঙতে পুলিশ নির্বিচারে গুলি চালায় শ্রমিকদের ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ১২ জনের। গুলিতে ঝাঁজরা হয়ে যায় শ্রমিকদের শরীর। আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে নিহত শহীদদের আত্মহত্যা মনে রেখেই এই দিনটি আন্তর্জাতিক মে দিবস।