দেশ

বড় খবর : কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর ঘোষণা, পুরনো টোল ব্যবস্থা বিদায়ের সময়, স্যাটেলাইট পদ্ধতি আসছে

While the old toll system is going away, the satellite system is coming

The Truth of Bengal: জাতীয় স্তরে টোল সংগ্রহকে আরও আধুনিকীকরণ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। বর্তমানে অনলাইন সিস্টেম Fastag পদ্ধতি চালু রয়েছে। এর পাশাপাশি জিএনএসএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থার পথে কয়েক ধাপ এগোল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তর। ইতিমধ্যে এই নয়া পদ্ধতিকে পাইলট প্রজেক্ট হিসাবে ধরা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে এই নয়া পদ্ধতি কার্যকরী হয়েছে। একে পাইলট প্রজেক্ট হিসাবে দেখছে কেন্দ্র। আগামী দু মাসের মধ্যে নতুন প্রযুক্তিতে টোল আদায় হবে গোটা দেশজুড়ে। এই নতুন পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল। জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও মন্ত্রী পরিবহন নীতিন গড়করি। তিনি একটি নতুন স্যাটেলাইট-ভিত্তিক টোল আদায় ব্যবস্থা চালু করার ঘোষণা করেছেন। মন্ত্রী জানিয়েছেন পুরনো টোল ব্যবস্থা এখন বিদায় দেওয়ার সময় এসেছে। নতুন পদ্ধতি অনুযায়ী কত কিলোমিটার গাড়ি চলছে তার উপর ভিত্তি করে সরাসরি ব্যাঙ্ক একাউন্ট থেকে টোল আদায় সম্ভব। যারা গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করবেন তাদের ক্ষেত্রে এই নয়া পদ্ধতি অনেক সুবিধা জনক হবে বলে মনে করেন মন্ত্রী। পাশাপাশি কিলোমিটার অনুযায়ী টোল আদায় হলে অনেক ক্ষেত্রে টোলের খরচ কমবে। সময় এবং অর্থ দুই সাশ্রয় হবে এই নয়া পদ্ধতিতে।

প্রথম পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে এই নয়া পদ্ধতি চালু করা হয়েছে। NH -275 ও NH-709 এই দুটো জাতীয় সড়কে চালু করা হল নয়া পদ্ধতি। NH-275 বেঙ্গালুরু থেকে মহীশূর বিভাগ এবং NH-709 পানিপথ থেকে হিসার বিভাগ। এই দুটি জাতীয় সড়কে জিএনএসএস পদ্ধতিতে টোল আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে এই দুই সড়কে যাতায়াতকারী বিভিন্ন গাড়ি থেকে টোল আদায় করা হচ্ছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি সংসদে একথা তুলে ধরেছেন।

জি এন এস এস ভিত্তিক টোল আদায় ব্যবস্থা কী:
জি এন এস এস হল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শব্দ। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত। জিপিএস সহ যেকোনো স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেমকে বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয়। টোল সংগ্রহ ব্যবস্থার অধীনে বিভিন্ন জাতীয় সড়কে এই পদ্ধতি চালু আছে। জাতীয় সড়ক ব্যবহারকারীদের ভ্রমণের সময় দূরত্ব এবং বিভিন্ন পদ্ধতি মেপে চার্জ করা হয়। এই পদ্ধতিতে যিনি পরিবহন নিয়ে জাতীয় সড়কে যাচ্ছেন তার অবস্থান এবং অন্যান্য তথ্য নথিভুক্ত করা সম্ভব।

স্যাটেলাইট মাধ্যমে সমস্ত তথ্য নথিভুক্ত হয়। অনেক ক্ষেত্রে জাতীয় সড়কে পরিবহন চলাচলের ক্ষেত্রে টোল আদায়ে অনিয়ম ধরা পড়ে। এই স্যাটেলাইটের মাধ্যমে তা বন্ধ করা সম্ভব। জি এন এস এস ভিত্তিক রোল আদায়ের ই টি সি বা ইলেক্ট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু করা হয়েছে গুরুত্বপূর্ণ ওই দুটি জাতীয় সড়কে। পাইলট প্রজেক্ট সফল হলে দেশের অন্যান্য জাতীয় সড়কেও এই নয়া পদ্ধতি চালু করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী সংসদে জানিয়েছেন জাতীয় সড়ক গুলির উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। পরিবহনে গতি আনতে এবং দুর্ঘটনা কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিনিয়ম রুখতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles