কেরলে যৌন হয়রানির শিকার বিদেশি ব্লগার দম্পতি, সামাজিক মাধ্যমে তুলে ধরতেই শোরগোল
Vlogger Couple Sexually Harassed in Kerala

The Truth of Bengal: কেরলে যৌন হেনস্থার শিকার বিদেশি ব্লগার দম্পতি। ব্লগার দম্পতি ম্যাকেঞ্জি এবং কিনান ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ম্যাকেঞ্জির সঙ্গে কথা বলার পর জোরপুরবক চুম্বন করার চেষ্টা করছেন। অন্যদিকে বিদেশি মহিলার অভিযোগ, ত্রিশুর পুরমে তাঁর গোপনাঙ্গে আপত্তিকর ভাবে স্পর্শ করা হয়। এক মাঝবয়সী ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
ওই বিদেশি ব্লগার দম্পতি তাদের ভ্রমণের ভিডিও-র জন্য বিখ্যাত। সেই ভিডিও তৈরির জন্য তারা গোটা বিশ্ব ঘুরে বেড়ান। কেরলের আইকনিক ত্রিশুর পুরমে এসে তারা এক সপ্তাহ ভাল সময় কাটিয়েছিলেন। কিন্তু, যৌন হয়রানির মতো ঘটনা সেই অভিজ্ঞতায় কিছুটা দাগ রেখে যায়। এই তিক্ত অভিজ্ঞতা তাদের ভাল লাগেনি। যা তারা তুলে ধরেন সামাজিক মাধ্যমে।
View this post on Instagram
সামাজিক মাধ্যমে এই ঘটনার কথা ওই দম্পতি তুলে ধরতেই শোরগোল পড়ে যায়। এদিকে কেরল পুলিশ জানিয়েছে, তারা কোনও অভিযোগ পায়নি। তবে ভিডিও-তে এক অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অভিযোগ দায়ের না হলেও পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।