মহাকালেশ্বর মন্দিরে ছবি তুলতে বাধা, নিরাপত্তারক্ষীদের মারধর করে দর্শনার্থীরা
Mahakaleshwar temple

The Truth of Bengal: বর্তমান প্রজন্মের কাছে রিলস বানানোটা একটা অভ্যাস। শুধুমাত্র রিলসই নয়, যে কোনও জায়গায় ঘুরতে গিয়ে সেই জায়গার কোনও দৃশ্য ক্যামেরাবন্দি রাখতে চায় তারা। তারপর তা সোশ্যাল মিডিয়াতে আপলোড। হাজার হাজার লাইক, শেয়ারের, কম্যান্টের বন্যা। তবে এবার সেই রিলস বানানো, ছবি তোলাকে কেন্দ্র করেই বিবাদ সৃষ্টি মধ্যপ্রদেশের মন্দিরে।
মহাকালেশ্বর মন্দিরে ভিডিও করায় বাধা দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তিনজন মহিলা নরাপত্তারক্ষীকে মারধর করার অভিযোগ উঠেছে দুই মহিলা দর্শনার্থীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মন্দিরের যে অংশে ছবি, ভিডিও তোলার ক্ষেত্রে বারণ রয়েছে সেখানে দাঁড়িয়েই ছবি তুলছিলেন কিছু মহিলা দর্শনার্থী। সেই সময়ই নিরাপত্তারক্ষীরা বাঁধা দেন তাদের।
সঙ্গে সঙ্গেই ওই নিরাপত্তারক্ষীদের সঙ্গে একেবারের হাতাহাতিতে জড়িয়ে পড়েন মহিলা দর্শনার্থীরা, এমনটাই অবিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। আক্রান্তরা প্রত্যেকেই একটি বেসরকারী নিরাপত্তা সংস্থার কর্মী বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অবিযোগও দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।