দেশ

মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে কুমারীত্ব পরীক্ষা অসাংবিধানিক: ছত্তিশগড় হাই কোর্ট

Virginity test against girls' will unconstitutional: Chhattisgarh HC

Truth Of Bengal: ছত্তিশগড় হাই কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে যে, নারীদের কুমারীত্ব পরীক্ষা অসাংবিধানিক এবং এটি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে এমন পরীক্ষার সম্মুখীন করা যাবে না।

এই মামলাটি এক স্বামীর আবেদন ঘিরে গড়ে ওঠে, যেখানে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে তার কুমারীত্ব পরীক্ষার দাবি জানান। স্ত্রী পাল্টা অভিযোগ করেন যে, তার স্বামী যৌন অক্ষম, যার ফলে তারা স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করতে পারেননি।

এই দম্পতি ৩০ এপ্রিল, ২০২৩ সালে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং করবা জেলায় বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে। স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং আলাদা থাকতে শুরু করেন। পরে তিনি পারিবারিক আদালতে প্রতি মাসে ২০,০০০ টাকা অন্তর্বর্তীকালীন ভরণপোষণের আবেদন করেন।

ওই ব্যক্তি তার প্রতিরক্ষায় স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে, তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি আদালতে স্ত্রীর কুমারীত্ব পরীক্ষার জন্য আবেদন জানান, যা পারিবারিক আদালত খারিজ করে দেয়। পরবর্তীতে, তিনি হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু সেখানেও তার আবেদন খারিজ হয়।

বিচারপতি অরবিন্দ কুমার বর্মার নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন যে, নারীর সম্মান ও ব্যক্তিগত অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত। কোনো নারীকে বাধ্য হয়ে এমন পরীক্ষা করানো যাবে না, কারণ এটি তার মৌলিক অধিকারের পরিপন্থী। এই রায় নারীর অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতে এমন বিতর্কিত দাবির বিরুদ্ধে নজির স্থাপন করবে।

Related Articles