Viral News : চলন্ত বাসে যাত্রীর প্রাণ বাঁচালেন বাস কন্ডাক্টর, দেখুন সেই ভাইরাল ভিডিও
Viral News: The bus conductor saved the life of the passenger in the moving bus, see the viral video

The Truth Of Bengal : বাস কন্ডাক্টর বলতে আমরা বুঝি অত্যন্ত খিটখিটে মেজাজের একটা লোক। কিন্তু সেই মানুষটাই যে মানবিকতার পরিচয় দিতে পারে তা হয়তো খুব কমই দেখা যায়। হ্যাঁ এবার এক বাস যাত্রীকে প্রাণে বাঁচিয়ে মানবিকতার নজির গড়লেন এক বাস কন্ডাক্টার। ঘটনাটি ঘটেছে কেরালার একটি চলন্ত বাসে। এই ঘটনার পর রীতিমত প্রশংসা কুড়াচ্ছেন ওই কন্ডাক্টর।
জানা যায়, একটি ভিডিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন বাস কন্ডাক্টর পাশের একজন যাত্রীর টিকিট সংগ্রহ করছেন। হঠাৎ বাসটি চলতে শুরু করায় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান যাত্রী। ঠিক সেই সময় কয়েক সেকেন্ডের মধ্যে ওই বাস কন্ডাক্টর ওই বাস যাত্রীর হাতটি শক্ত করে ধরে তাকে বাঁচান। এরপর শীঘ্রই একজন লোককে দড়ি ব্যবহার করে বাসের অস্থায়ী দরজা বন্ধ করতে দেখা যায়। এই ভিডিওটি ৭ই জুন এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ৯৫ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। ভিউজ এর সংখ্যা আরো বেড়েই চলেছে। ভিডিওটি ভাইরাল হতে বাস কন্ডাক্টর অনেক প্রশংসা কুড়াচ্ছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে কেউ কমেন্টে লিখেছেন, ” মনে হচ্ছে মানুষকে বাঁচানো তার প্রতিদিনের কাজ।” আবার কেউ বলছেন, ” ঐশ্বরিক আশীর্বাদ”। অপর একজন ব্যক্তি কমেন্ট করেছেন, ” ঈশ্বর বিভিন্ন উপায়ে সাহায্য করতে আসেন”। এইভাবে নানান কমেন্ট করে প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা।