ফের হিংসা ছড়ালো মণিপুরে,সেনা কন ভয় থামিয়ে ১১ জন অপরাধীকে ছিনিয়ে নিল মহিলা প্রতিবাদীরা , দেখুন সেই ভিডিও
Violence spread again in Manipur, the army stopped fear and snatched 11 criminals, women protestors, watch the video

The Truth Of Bengal : আবারও হিংসা ছড়ালো মণিপুরে। এবার বিষ্ণুপুরে ১১ জন অপরাধীকে ছিনিয়ে নিল মহিলা প্রতিবাদীরা । ভারতীয় সেনার হাত থেকে তাদের ছিনিয়ে নিয়ে যায় মহিলারা, পুলিশে তরফ থেকে এমনই দাবি করা হয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ,যখন টহল দিচ্ছিল জাওয়ানরা তখন বাহিনীকে আটকায় একদল মহিলা কম্বি এলাকা থেকে উন্মুক্ত বাহিনী ১১ জনকে সেনার কবে থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। সেনা কর্মীদের দেখে দুটি গাড়ি করে পরবর্তীকালে তারা পালায় । কিন্তু ফেলে যায় অস্ত্রগুলি। মনিপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মহর রেজিমেন্টের জেওয়ানরা ৩ টি একে রাইফেলস , ৫ টি ইনসাস , ২ টি এসএল ম্যাগাজিনস এবং ১৮০ টি অস্ত্র লুট করে নিয়ে পালায় । পুলিশ সূত্রের আরও খবর মেইতেই জনগোষ্ঠীর বিদ্রোহী মহিলারা প্রথমে অস্ত্র হস্তান্তরের জন্য দাবি তুলেছিল। তারপর তারা রাস্তা অবরোধ করে নিরাপত্তা রক্ষীদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চায়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । তারপর জেলা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে বিদ্রোহী মহিলারা রুখে দাঁড়ায় । দুই পক্ষের মধ্যে ধুমধুমার বেঁধে যায় ।
Today i.e. on 30/04/2024 at around 2:30 AM, a column of Mahar Regiment intercepted and detained 11 armed miscreants dressed in police fatigues. From their possession, the following items-
i.3 AK rifles (7 magazines and 210 ammunitions)
ii.5 INSAS (13 magazines and 260…— Manipur Police (@manipur_police) April 30, 2024
মণিপুর পুলিশ ও সেনারা যৌথভাবে পরবর্তীকালে বাধা হাঁটানোর চেষ্টা করে তখনই তারা বেশ কিছু অস্ত্র উদ্ধার করে যেগুলো বিদ্রোহী মহিলাদের কাছে ছিল বলে জানা গিয়েছে। পরবর্তীকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে পড়ে পিছু হাটে মহিলারা। তারপর পরে পরিস্থিতি স্বাভাবিক হয় । প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মনিপুর প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে মনিপুরের মহিলারা রাস্তা অবরোধ করে জওয়ানদের কনভয় আটকে দেয় । এখন ১১ জন অপরাধীকে খোঁজার জন্য যৌথ বাহিনী তল্লাশি অভিযান জারি রেখেছে। দেখুন সেই ভিডিও ।
Shy of a year, this is what @official_dgar has been facing day in and day out from the so called “Meira Paibis”.@Spearcorps @NorthernComd_IA @PMOIndia @CBIHeadquarters pic.twitter.com/rZCIedb9ko
— Jon Suante (@jon_suante) April 30, 2024