বিকশিত ভারত সংকল্প যাত্রা’-র সূচনা, ঝাড়খণ্ডের খুন্তি থেকে সূচনা প্রধানমন্ত্রীর
Varat Sonkolpo Yatra

The Truth of Bengal: ১৫ নভেম্বর বুধবার থেকে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’-র সূচনা হল। ঝাড়খণ্ড থেকে সুচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা তুলে ধরা হবে এই ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’য়। যা চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। কেন্দ্রের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফলকে তুলে ধরাই মূল লক্ষ্য প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানাতে জনজাতি অধ্যুষিত বিভিন্ন জেলায় পাঠানো হবে ট্যাবলো। সেই ট্যাবলোগুলি এলাকায় এলাকায় ঘুরবে। তুলে ধরবে কেন্দ্রের সরকারের নানা সাফল্যের কথা। তবে ভোটমুখী পাঁচ রাজ্যে ওই যাত্রা করা যাবে না বলে কয়েকদিন আগে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। তবে ভোট হতে চলা পাঁচ রাজ্য বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এই যাত্রায় কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
কংগ্রেসের দাবি, লোকসভা ভোটে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র মাধ্যমে ফায়দা তুলতে চায় বিজেপি। তাই তারা আপত্তি জানায়।ঝাড়খণ্ডের খুন্তি থেকে বিকশিত ভারত অভিযান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত দশ বছরে দেশবাসীর জন্য কেন্দ্রীয় সরকার যে যে কাজ করেছে, তার এক ঝলক দেখা যাবে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’য়। পাশাপাশি উপজাতিদের জীবনযাত্রার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সামগ্রিক পরিকল্পনার চিত্র তুলে ধরা হবে। দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে যাবে বিকশিত ভারত রথ।
দেশের ৬৯টি জেলার ৩৯৩টি ব্লক ও ৮৯৪০টি গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে যাবে এই রথ। বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীরা ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ তদারকি করবেন।ভোট হতে চলা রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের এই বিকশিত যাত্রায় আগেই আপত্তি জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, কেন্দ্র ঘুরপথে ভোটমুখী রাজ্যগুলিতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। কংগ্রেসের অভিযোগ পেয়ে কমিশন ভোটমুখী রাজ্যগুলিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা’ বন্ধ করার নির্দেশ দেয় কমিশন। ওই রাজ্যগুলিতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা করা যাবে না।
Free Access