চতুর্থ দফায় অবৈধ ভারতীয়দের দিল্লি ফেরাল মার্কিন বিমান
US plane returns illegal Indians to Delhi in fourth round

Truth Of Bengal: হাজারো স্বপ্ন নিয়ে, কয়েক লক্ষ টাকা খরচ করে তারা পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। সেই স্বপ্নই আচমকা দুঃস্বপ্নে পরিণত হয় গেলো। শুরু হল অবৈধ ভারতীয় অভিবাসীদের দফায় দফায় দেশে ফেরানোর কাজ। শেষ দুই দফা বাদ দিয়ে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দেশে ফেরানো হয় তাদের।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা শেষে এবার চতুর্থ দফায় আমেরিকা থেকে ভারতে ফেরানো হল অবৈধ ভারতীয় অভিবাসীদের। রবিবার মোট ১২ জনকে চতুর্থ দফায় ফেরালো আমেরিকা। এর আগে ১৬ ফেব্রুয়ারি আমেরিকা ১১২ জন অবৈধ অভিবাসীকে দেশে ফেরায়। তারও আগে দু দফায় ট্রাম্প প্রশাসন ৫ এবং ১৫ ফেব্রুয়ারি ১০৪ ও ১১৬ জনকে দেশে ফেরায়। তবে এবার আর অমৃতসর নয়, তাদের বিমান এবার পৌঁছলো নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা যায়, এদিন প্রথমে বিমানটি পানামা হয়ে দিল্লি পৌঁছয়। ওই ১২ জনের মধ্যে পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ছিলেন ৪ জন। এখনোও পর্যন্ত আমেরিকা ৩৪৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, আমেরিকা মোদি ট্রাম্প বৈঠকের পর অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর বদল এনেছে। আমেরিকা থেকে ভারতে ফেরা অবৈধবাসীরা বর্তমানে শিকলমুক্ত। এই ইস্যু নিয়ে সম্প্রতি মুখ খুলতে শোনা গিয়েছিল বিদেশমন্ত্রককে। জানা যায় মত ২২৮ জনকেকেই শিকোলমুক্ত অবস্থায় দেশে ফেরানো হয়েছে, যা বেশ খানিকটাই স্বস্তির বলা যায়।