অভিষেকের বাড়িতে আপ নেতারা, কী নিয়ে আলোচনা হল ইন্ডিয়া’র দুই শরিকের
Up leaders at Abhishek's house, what was discussed between India's two partners

The Truth of Bengal: দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। একদিকে দফায় দফায় এনডিএ-র বৈঠক চলছে। আবার জোর তৎপরতা চলছে ইন্ডিয়া- শিবিরেও। দিল্লির রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। নতুন সরকার গঠনের তোড়জোড় তুঙ্গে। বসে নেই বিরোধী পক্ষও। সম্ভবত আগামী রবিবার নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। অবশ্যই এনডিএ সরকার, বিজেপি সরকার নয়। অন্যদিকে বিরোধী শিবির ইন্ডিয়া প্রস্তুত। রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ঝড়ের গতিতে। কংগ্রেস ছাড়াও ইন্ডিয়া শিবিরের প্রথম সারির দল গুলির মধ্যে অন্যতম সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস ও আপ।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লিতে পৌঁছান। ইন্ডিয়া জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁর। আর বিকেলে বৈঠক করলেন শীর্ষ দুই আপ নেতার সঙ্গে। সঞ্জয় সিং ও রাঘব চাড্ডার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় অভিষেকের। অভিষেকের বাড়িতে আসেন এই দুই আপ নেতা। এই দুই দলের মধ্যে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে তা কোন পক্ষই জানাননি।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলে ধারণা, ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ কিভাবে করা যায় তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণের বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। ইন্ডিয়া জোটের শরিক দল গুলি মনে করে এনডিএ জোট ক্ষমতায় এলেও তারা খুব একটা স্বস্তিতে থাকবে না। সেই সুযোগে বিরোধিতা আরো জোরালো করতে হবে। প্রতিমুহূর্তে চাপে রাখতে হবে। তার রণকৌশল সাজানোর বিষয়েওআলোচনা হয়।