দিল্লিতে জলসঙ্কট মেটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ সরকার
UP Govt approaches Supreme Court to resolve water crisis in Delhi

The Truth of Bengal: একদিকে তীব্র গরম। আর এই গরমের মাঝে ব্যাপক জল সঙ্কট দিল্লিতে। দিল্লিবাসীকে স্বস্তি দিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হল কেজরিওয়াল সরকার। সরকারের তরফে আর্জি জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট যেন প্রতিবেশী তিন রাজ্যের সরকারকে নির্দেশ দেয় এক মাসের জন্য দিল্লিতে বাড়তি জল সরবরাহের। সেই সঙ্গে জলসঙ্কট মোকাবিলায় রাজনীতি না করার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে দিল্লির সরকার আবেদন করেছে, দিল্লির জল সঙ্কট মেটানো সকলের দায়িত্ব। ফলে অন্তত এক মাসের জন্য দিল্লিকে বাড়তি জল সরবরাহের নির্দেশ দেওয়া হয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশকে। গরম থেকে মানুষকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। দিল্লি সরকারের দাবি, যৌথভাবে কাজ করে জলের সমস্যার সমাধান সম্ভব।
দিল্লিতে পানীয় জলের সঙ্কট নিয়ে সম্প্রতি হরিয়ানা সরকারকে নিশানা করেছিলেন দিল্লির জলমন্ত্রী অতিশী মারলেনা। তাঁর অভিযোগ ছিল, বিজেপি শাসিত হরিয়ানা সরকার দিল্লিকে প্রাপ্য জল দিল্লিকে দিচ্ছে না। একদিকে জলের চাহিদা বাড়ছে, অন্যদিকে পর্যাপ্ত জল মিলছে না। এমন অবস্থায় হাহাকার অবস্থা দিল্লিবাসীর। দিল্লির পানীয় জল সঙ্কট মেটাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল আপ সরকার।