দেশ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল কনস্টেবল নিয়োগ পরীক্ষা

Up constable exam cancel

The Truth of Bengal: গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারী কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় ফর্ম ফিলআপ করেছিলেন প্রায় ৪০ লাখ পরীক্ষার্থী। ফর্ম ফিলআপের ফি বাবদ প্রত্যেকরে কাছ থেকেই নেওয়া হয়েছিল ৪০০ টাকা করে।  সেই পরীক্ষা বর্তমানে বাতিল করা হল। যার জেরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দেওয়া পরও দুশ্চিন্তায় প্রায় ৪০ লাখ পরীক্ষার্থী। অভিযোগ উঠেছে প্রশ্নপত্র ফাঁসের। এই নিয়ে যৈগী আদিত্যনাথ এক্ হ্যান্ডেলে আগামী ৬ মাসের মধ্যে ফের পরীক্ষা হবে বলে জানিয়েছেন।

তিনি জানান পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনওরকম আপস করা হবে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্তদের একের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এনিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিয়োগের পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি ওঠে কংগ্রেসের তরফ থেকে। পরীক্ষা বতিল নিয়ে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের একাধিক যুবকরা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই পরীক্ষা বাতিলের নির্দেশিকা জারি করে। সেখানে জানানো হয়, রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। অন্যদিকে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কংগ্রেসের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হলেও রাজ্য সরকারের তরফ থেকে এই তদন্তের বার দেওয়া হয়েছে এসটিএপকে। আগামী ৬ মাসের মধ্যে ফের এই পরীক্ষা নেওয়া হবে বলেো জানিয়ে দেওয়া হয়।

Related Articles